"অতৃপ্ত বাসনা"
অতৃপ্ত বাসনা আর অজানা দুঃখ গুলো,
শুধু মাঝে মাঝে গ্রাসকরে,
অতৃপ্ত কামনার লেলিহান
শিখায়।
জ্বলে পুড়ে নষ্ট হয়ে যায়,
ভবিষ্যতের সাজানো
গুছানো সুন্দর স্বপ্ন গুলো।
জানি আমি বিশ্বাসি নই,
দুঃখ করিনা তবো
পৃষ্ট জুরে যে কলংকের ছাপ,
হয়ত এটাই স্বাভাবিক।
অসহায় মহুরত গুলিতে
সহায় হয়না কেউ,
খুব কষ্ট হয় তখন
তবে তা সামইক।
ভুলে যাই কষ্ট গুলোকে
সামনে বসিয়ে রাখলে কি হবে?
স্বয়ং বিধাতা যেন আশ্বাস দেয়, তাই ভরসা পাই,
করন তোমার অজান্তেই
যদি কখনো কোন দিন,
Comments
Post a Comment