Posts

Image
"অতৃপ্ত বাসনা"  অতৃপ্ত বাসনা আর অজানা দুঃখ গুলো,  শুধু মাঝে মাঝে গ্রাসকরে, অতৃপ্ত কামনার লেলিহান শিখায়। জ্বলে পুড়ে নষ্ট হয়ে যায়,  ভবিষ্যতের সাজানো গুছানো সুন্দর স্বপ্ন গুলো।  জানি আমি বিশ্বাসি নই,  দুঃখ করিনা তবো পৃষ্ট জুরে যে কলংকের ছাপ,  হয়ত এটাই স্বাভাবিক।  অসহায় মহুরত গুলিতে সহায় হয়না কেউ,   খুব কষ্ট হয় তখন তবে তা সামইক।  ভুলে যাই কষ্ট গুলোকে সামনে বসিয়ে রাখলে কি হবে?  স্বয়ং বিধাতা যেন আশ্বাস দেয়, তাই ভরসা পাই,  করন তোমার অজান্তেই যদি কখনো কোন দিন,  তোমার বিঃশ্বাসি হয়ে যাই।। Facebook.link
Image
সকল অবিবাহিত বোনদের কাছে অনুরোধ করে বলছি বাবার লেখা চিঠিটা পড়বেন।   একটি_চিঠি    মারে শুরুটা কিভাবে করবো বুজে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যাথা ভুলেই গিয়েছিলাম। তোর মাকেও কোনদিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনি নি। বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতে ছিল। তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুজতে পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল, কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি। আমি তখন ভেতরে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম আর কতটা ভালবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতীর কাছে কি করে মুখ দেখাব। জানিস মা, তুই তোর তিন বছরের ভালবাসা খুজে পেয়েছিস। কিন্তু আমার জিব...
Image
রঙের এই পৃথিবীতে সবই সুখের অভিনয়, দুঃখ যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। নিজ ভুবনে সবাই দুঃখী আসলে কেউ সুখী নয়,, তবুও আমরা সবাই করি সুখের অভিনয়...।। #facebook_groups_link
Image
আমি হেরে গেছি আমি হেরে গেছি কোন এক ছলনাময়ীর মিথ্যে প্রতিশ্রুতির  কাছে... হেরে গেছি কোন এক জনের মিথ্যা অনুভূতির কাছে... হেরে গেছি তার নিষ্পাপ চাহনির পিছনে লুকিয়ে থাকা মিথ্যা ভালবাসার কাছে... যার জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে এখন আমি নির্বাক, তাই নিজেই বদলে নিলাম আজ নিজেকে.... https://www.facebook.com/groups/Satrongersako/permalink/391021278133634/
Image
হয়তো ভালোবাসতে জানিনা আমি,                                             তোমার মতো করে,,, কিন্তু তোমার মনটা রেখেছি,,,                                আমার হৃদয়ে যত্ন করে,,,  এখনো হয়ত পুরোপুরি তুমি,                                     বুঝতে পারনি আমায়,,, কিন্তু হাজার কষ্টের মাঝেও                               ভালোবাসি তোমায়,,,💙💙💙 https://www.facebook.com/groups/Satrongersako/permalink/405605616675200/
Image
দ্বিধান্বিত প্রেম _____________ যখন কথারা রঙ ছড়ায়, কল্পনার আকাশে ওড়ে লাল-নীল প্রজাপতি তখন প্রেম উঁকি দিয়ে যায়, দরজায় কড়া নাড়ে, দ্বিধান্বিত তবু সে ফিরে যায়। সত্যিই ফিরে যায় ? ফিরে আসে আবারো উঁকি দেয় মনের জানালায়, ফেরাতে পারেনা নিজেকে ফেরানো যায়না কিছুতে। শব্দ কথার ঝাপি নিয়ে বসে সে, চুপ কথারা রঙিন হয়ে ওঠে বর্ণালীর সাত রঙে। জীবনের গল্পরা তুমুল ডেকে যায় পেছনে তাকে, তবুতো শোনেনা সে শুনতে চায়না কিছু সে, প্রেম খুঁজে নেয় প্রেমের বসতি আজন্মের বন্ধন। জীবনের কোলাহল ছেড়ে দু’দণ্ড স্তব্ধতার চোরাবালিতে ডুব দেয় প্রেম, মান-অভিমান ফিরে আসে ফিরে আসে প্রতীক্ষা। এরপর ফিরে যেতে হয় আবারো তাকে আবারো ফিরে আসবে বলে। https://www.facebook.com/groups/Satrongersako/permalink/399854447250317/