দ্বিধান্বিত প্রেম
_____________

যখন কথারা রঙ ছড়ায়,
কল্পনার আকাশে ওড়ে
লাল-নীল প্রজাপতি
তখন প্রেম উঁকি দিয়ে যায়,
দরজায় কড়া নাড়ে,
দ্বিধান্বিত তবু সে ফিরে যায়।
সত্যিই ফিরে যায় ?
ফিরে আসে আবারো
উঁকি দেয় মনের জানালায়,
ফেরাতে পারেনা নিজেকে
ফেরানো যায়না কিছুতে।
শব্দ কথার ঝাপি নিয়ে বসে সে,
চুপ কথারা রঙিন হয়ে ওঠে
বর্ণালীর সাত রঙে।

জীবনের গল্পরা
তুমুল ডেকে যায় পেছনে তাকে,
তবুতো শোনেনা সে
শুনতে চায়না কিছু সে,
প্রেম খুঁজে নেয় প্রেমের বসতি
আজন্মের বন্ধন।
জীবনের কোলাহল ছেড়ে দু’দণ্ড
স্তব্ধতার চোরাবালিতে
ডুব দেয় প্রেম,
মান-অভিমান ফিরে আসে
ফিরে আসে প্রতীক্ষা।
এরপর ফিরে যেতে হয়
আবারো তাকে
আবারো ফিরে আসবে বলে।

https://www.facebook.com/groups/Satrongersako/permalink/399854447250317/

Comments

Post a Comment

Popular posts from this blog